USAID’s ECO LIFE Activity এর সার্বিক সহযোগিতায় এবং সহ- ব্যবসথাপনা সংগঠন এর আয়োজনে গত ৫ মার্চ ২০২২ খ্রিস্টাব্দে
চকরিয়ায় সিএমজিসির এর একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ আনোয়ার হোসেন সরকার, বিভাগীয় বন কর্মকতা, কক্সবাজার উত্তর বন বিভাগ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বিপুল কৃষ্ণ দাস, বন সংরক্ষক, চট্টগ্রাম।
সভায় বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন জনাব জেপি দেওয়ান, উপজেলা নির্বাহী অফিসার, চকরিয়া উপজেলা, কক্সবাজার, জনাব আরিফুল হক বেলাল, বিভাগীয় বন কর্মকতা, লামা বন বিভাগ, জনাব ওসমান গনি, ভারপ্রাপ্ত কর্মকর্তা, চকরিয়া থানা, ড. মোঃ শফিকুর রহমান, উপ প্রকল্প পরিচালক, নেকম, ড. প্রান্তস চন্দ্র রায়, সহকারী বন সংরক্ষক এবং জনাব হাসানুল ইসলাম আদর, চেয়ারম্যান, ডুলাহাজারা ইউপি।
সভায় মেদাকচছপিয়া ও ফাসিয়াখালী সহ- ব্যবসথাপনা কাউন্সিলের সদস্যগন উপস্থিত ছিলেন। উক্ত সভায় নির্বাহী কমিটির গত ৬ মাসের কাজের ও আথিক অগ্রগতির প্রতিবেদন, পরবর্তী ৬ মাসের কর্ম পরিকল্পনা, সমস্যাসমূহ সহ অন্যান্য প্রয়োজনীয় বিষয় আলোচিত হয়।
সভা শেষে USAID’s ECO LIFE Activity এর অধীন অনুদান কর্মসূচী থেকে দুই সিএমসিকে ৪ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকার চেক প্রদান করা হয়।
সভাশেষে মাননীয় প্রধান অতিথি মেদাকাচ্ছপিয়া সিএমইসি এর নতুন অফিস ভবনের নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
আরো উল্লেখ্য যে, জনাব বিপুল কৃষ্ণ দাস এই সভা শেষে সম্প্রতি বন্য হাতির আক্রমনে নিহত সিপিজি সদস্য মোহাম্মাদ আলীর পরিবারকে বাংলাদেশ বনবিভাগ এবং Nature Conservation Management এর পক্ষ থেকে এক লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেন।

(বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যুক্তরাষ্ট্র সরকার ইউএসএআইডি’র মাধ্যমে বাংলাদেশকে আট’শ কোটি ডলারেরও বেশী উন্নয়ন সহায়তা প্রদান করেছে। এছাড়াও যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন অধিদপ্তরের মাধ্যমে বাংলাদেশের কোভিড-১৯ মোকাবেলায় ৯ কোটি ডলারের বেশি প্রদান করেছে। ২০২০ সালে ইউএসএআইডি বাংলাদেশের জনগণের জীবনমান উন্নয়নে ২০ কোটিরও বেশী ডলার প্রদান করেছে ইউএসএআইডি বাংলাদেশে যে সকল কর্মসূচিতে সহায়তা প্রদান করে সেগুলোর মধ্যে রয়েছে- গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও অনুশীলনের প্রসার, খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সুবিধাদির সম্প্রসারণ, স্বাস্থ্য ও শিক্ষা সেবার উন্নয়ন ও অভিযোজন এবং পরিবেশ সুরক্ষার মাধ্যমে জলবায়ু পরিবর্তন পরিস্থিতির সংগে খাপ খাওয়ানো।)