IUCN এর সদস্য হিসেবে বাংলাদেশের ৫০ বছর। এ উপলক্ষ্যে IUCN বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে IUCN সদস্য প্রতিষ্ঠান হিসেবে Nature Conservation Management অংশগ্রহণ করে। অনুষ্ঠানে নেকম কর্তৃক জীববৈচিত্র্য সংরক্ষণে গৃহীত নানা উদ্যোগ আমন্ত্রিত অতিথিদের সামনে তুলে ধরেন নেকম এর সভাপতি, ড. মো. আবদুর রব মোল্লা।