দুপুর সাড়ে ১২টার দিকে দ্বীপের মেরিন পার্ক হ্যাচারিসংলগ্ন পশ্চিম সৈকতে পরিবেশ অধিদপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থা নেচার কনজারভেশন ম্যানেজমেন্টের (নেকম) কর্মকর্তারা বাচ্চাগুলোকে সাগরে ছেড়ে দেন।
সেন্ট মার্টিন দ্বীপে পরিবেশ অধিদপ্তরের কার্যালয় মেরিন পার্কে সামুদ্রিক কচ্ছপের ডিম সংরক্ষণ ও প্রজনন প্রক্রিয়ার তদারকি করে নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট। বেশ কয়েক বছর ধরে সেন্ট মার্টিন সৈকত থেকে কচ্ছপের ডিম সংগ্রহ করছে সংস্থাটি। এ পর্যন্ত প্রায় ১২ হাজার ডিম সংগ্রহ করা হয়েছে। দুই মাস পর ডিমগুলো থেকে বাচ্চা বের হয়। পরে বাচ্চাগুলো সাগরে ছেড়ে দেওয়া হয়।
সম্প্রতি দিনের বেলায় একটি মা-কচ্ছপ একসঙ্গে ১০৮টি ডিম পাড়ে, যা গর্ত থেকে তুলে গলাচিপা এলাকার মেরিন পার্কের পরিবেশ অধিদপ্তরের হ্যাচারিতে সংরক্ষণ করা হয়েছে।
মাহে আলম বলেন, দ্বীপে রাতে ছাড়া দিনের বেলায় কচ্ছপের ডিম পাড়ার ঘটনা ঘটেনি। সম্প্রতি দিনের বেলায় একটি মা-কচ্ছপ একসঙ্গে ১০৮টি ডিম পাড়ে, যা গর্ত থেকে তুলে গলাচিপা এলাকার মেরিন পার্কের পরিবেশ অধিদপ্তরের হ্যাচারিতে সংরক্ষণ করা হয়েছে।