বৃক্ষ প্রকৃতি আর আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। জীবনধারণের জন্য বৃক্ষের ভূমিকা অপরিসীম। বৃক্ষ না থাকলে এই পৃথিবীতে কোন প্রাণের অস্তিত্ব টিকে থাকবে না। প্রাকৃতিক বন থেকে প্রতিনিয়ত বৃক্ষের পরিমান কমে আসছে, কমে আসছে বনভূমির পরিমান। ফলে দিনদিন সংকুচিত হচ্ছে সবুজের সমারোহ। আর ক্রমাগত উষ্ণ হচ্ছে আমাদের ধরিত্রি। আমাদেরকে মূখোমুখি হতে হচ্ছে প্রাকৃতিক দূর্যোগের। বৃক্ষহীন এই পৃথিবীতে বেড়ে যাচ্ছে খরা, বন্যা, মাটির উর্বরতা আর সেই সাথে বৃদ্ধি পাচ্ছে নদীর ভাঙন। আমরা হারাচ্ছি জীবন-জীবিকা।
এই অবশ্যম্ভাবী বিপদ প্রতিরোধে বনায়নের কোন বিকল্প নেই। তাই, USAID’s ECO LIFE Activty এর অধীনে বাংলাদেশ বনবিভাগের সার্বিক সহোযোগিতায় কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে দেশীয় প্রজাতির বনজ/ফলদ/ওষধি গাছের চারা রোপন কর্মসূচি চলমান রয়েছে। বৃক্ষরোপন কর্মসুচী স্থানীয় জনপ্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনগন এবং Nature Conservation Management কক্সবাজার আঞ্চলিক কার্য্যালয়ের সকল কর্মীদের আন্তরিক প্রচেষ্ঠা এবং পরিশ্রমের ফলে চলমান আছে।
বৃক্ষরোপনে সকলের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ!!


