
প্রকৃতির বন্ধু কাছিমের অস্তিত্ব আজ নানা মানবসৃষ্ট কারনে হুমকিত মুখে। যে প্রাণি ডায়নোসরের সময় থেকে পৃথিবীতে বিচরণ করে যাচ্ছে, তাদের সংখ্যা আমাদের নানা অপরিনামদর্শী কর্মকান্ডের ফলে দ্রুত কমে আসছে। প্রতিবছর অসংখ্য কাছিম জালে আটকে, জেলেদের প্রহারে মারা যাচ্ছে, কিংবা হয়ে যাচ্ছে পাচার। অনেকসময় সমুদ্রতীরে ডিম পাড়তে আসা কাছিম শিকার হচ্ছে আমাদের নৃশংসতার, হারাচ্ছে প্রাণ। অন্যদিকে অবৈধ শিকারীরা কাছিমের ডিম সংগ্রহ করে থাকে, ফলে কাছিমের বংশবৃদ্ধিপ্রকৃয়া ব্যহত হচ্ছে।

তাই, সহকারী বন সংরক্ষকজনাব শ্যামল কে ঘষের সভাপতিত্বে হিমছড়ি সিএমসি অফিসে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনবিভাগের কক্সবাজার দক্ষিণ অঞ্চলের সম্মানিত বিভাগীয় বন কর্মকর্তা জনাব সারওয়ার আলম। এছাড়াএ সভায় হিমছড়ি সিএমসি এর সম্মনিত সভাপতি এবং সহসভাপতি সহ সিএমসি এর অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় জেলে, শিক্ষার্থী এবং সাদারণ মানুষ উপস্থিত ছিলেন।
সভা শেষে সৈকত পরিচ্ছন্নতা অভিযান, বর্নাঢ্য র্যালী এবং সর্বসাধারণের মাঝে পোস্টার বিতরণ করা হয়।
