পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এম.পি মেদাকচ্ছপিয়া ও ফাঁসিয়াখালী সহ-ব্যবস্থাপনা কমিটির সাথে গত ১৪ই মার্চ ২০২২ খ্রিস্টাব্দে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন।

চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক জনাব বিপুল কৃষ্ণ দাস সভাপতিত্ব করেন। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব জাফর আলম, প্রধান বন সংরক্ষক জনাব মোঃ আমীর হোসাইন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আবু সুফিয়ান এবং নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম) এর পরিচালক জনাব রাশিদুজ্জামান আহমদ।
সভায় সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ বন, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সহ-ব্যবস্থাপনা কমিটি ও সিপিজির ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

মাননীয় উপমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে সকলকে ঐক্যবদ্ধভাবে বন সংরক্ষণের জন্য কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের মাননীয় সংসদ বলেন সবুজ প্রকৃতি জীবনের অবিচ্ছেদ্য অংশ। গাছের প্রতি মায়া মমতা গড়ে ওঠা দরকার। তিনি বনায়নের ভেতর থেকে সকল ইট ভাটা বন্ধের দাবি জানান।

সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ বনবিভাগের প্রধান বন সংরক্ষক জনাব মোঃ আমীর হোসাইন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জনাব মোঃ আবু সুফিয়ান এবং নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম) এর পরিচালক জনাব রাশিদুজ্জামান আহমদ।
স্থানীয়দের পক্ষ থেকে সভায় বক্তব্য রাখেন মেদাকচ্ছপিয়া সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি জয়নাল আবেদীন, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর, খুটাখালী ইউপির চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আবদুর রহমান ও ফাঁসিয়াখালীর সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন। স্থানীয়রা বনে সকলপ্রকার অবৈধ কর্মকান্ডের তীব্র প্রতিবাদ জানান।

কক্সবাজার উত্তর বন বিভাগ ও Nature Conservation Management (নেকম) কর্তৃক বাস্তবায়নকৃত USAID’s ECO LIFE Activity আওতায় আয়োজনকৃত এই মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জেপি দেওয়ান, কক্সবাজার দক্ষিণ বনবিভাগ এর বিভাগীয় বন কর্মকর্তা জনাব মোঃ সারওয়ার আলম, বিভাগীয় বন কর্মকর্তা (উপকূলীয়) জনাব আব্দুর রহমান এবং সহকারী বন সংরক্ষক ড. প্রানতোষ চন্দ্র রায়।

সভায় বনবিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকতাগন এবং Nature Conservation Management এর উপ প্রকল্প পরিচালক ডঃ শফিকুর রহমান সহ নেকমের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার উত্তর বনবিভাগ এর বিভাগীয় বন কর্মকর্তা জনাব আনোয়ার হোসেন সরকার। সভায় সিপিজির মোট ২৫০ জন সদস্য উপস্থিত ছিলেন।